Site icon Jamuna Television

সূর্যগ্রহণের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে করোনা: দাবি ভারতীয় বিজ্ঞানীর

সূর্যগ্রহণের সাথে সাথেই বিদায় নেবে করোনাভাইরাস- এমনটাই দাবি করেছেন চেন্নাইয়ের বিজ্ঞানী এল সুন্দর কৃষ্ণা। গবেষক ও বিজ্ঞানীদের ভ্যাকসিন তৈরিতে যখন গলদঘর্ম ঘটছে ঠিক সে সময়েই এমন খবরে সত্যি অবাক পুরো বিশ্ব।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে চেন্নাইয়ের নিউক্লিয়ার অ্যান্ড আর্থ সায়েনটিস্ট ড. কৃষ্ণা দাবি করেন, ২৬ ডিসেম্বরে হয় সূর্যগ্রহণ এবং সেই দিন থেকে শুরু হয় করোনার প্রাদুর্ভাব। অর্থাৎ এই দুয়ের মধ্যে একটা যোগসূত্র রয়েছে।

সৌর মণ্ডলের বিন্যাসে এই দুইয়ের এক গভীর যোগসুত্র আছে বলেই ২৬ ডিসেম্বর করোনার প্রাদূর্ভাব শুরু হয় এবং ২১ জুনে শেষ হবে বলেও দাবি ডঃ কৃষ্ণার। তিনি বলেন, চীনে প্রথম করোনার মিউটেশন লক্ষ্য করা গিয়েছে, যা সাধারণ প্রক্রিয়া। যদিও এই নিয়ে কোনও নির্দিষ্ট প্রমাণ নেই। তবে এই মিউটেশন জেনে বুঝেও করা হতে পারে বলে কিছুটা অভিযোগেরও সুর এই বিজ্ঞানীর।

ডঃ কৃষ্ণার দাবি, এটি একটি মহাজাগতিক প্রক্রিয়া, সূর্যের আলো এবং গ্রহণের ফলে যা সাধারণভাবেই সেরে যেতে পারে। তাই আগামী গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যার ফলে অনেকটা কমে যেতে পারে করোনার প্রকোপ।

Exit mobile version