Site icon Jamuna Television

চীনে করোনায় আরও ২৬ জন আক্রান্ত

চীনে করোনায় আরও ২৬ জন আক্রান্ত

চীনে আরও ২৬ জনের শরীরে মিললো করোনাভাইরাস। এই মুহূর্তে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩১ জন।

এদের বেশিরভাগই বেইজিংয়ের বাসিন্দা। সংক্রমণের নতুন কেন্দ্র রাজধানীর পাইকারি বাজার সংশ্লিষ্টদের গণহারে নমুনা পরীক্ষা চলছে। শনিবার পর্যন্ত ২৩ লাখ বাসিন্দার নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার হার আরও বৃদ্ধি ও আইসোলেশনের মাধ্যমে বিস্তার ঠেকানোর পরিকল্পনা প্রশাসনের।

দ্বিতীয় দফায় করোনা বিস্তার এখনও ক্লাস্টার পর্যায়ে আছে বলে মনে করছে প্রশাসন। চীনে করোনাভাইরাস সংক্রমণের শিকার মোট ৮৩ হাজার ৩শ’ এর বেশি। প্রাণ গেছে ৪ হাজার ৬শ’র ওপরে।

Exit mobile version