
ব্রিটেনের ছোট্ট শহর রিডিং-এ ছুরিকাঘাতে প্রাণ গেছে কমপক্ষে ৩ পথচারীর। শনিবারের এই হামলায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ফরবুরি গার্ডেন পার্কে হয় হামলাটি। এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সন্দেহভাজন ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে এখনই সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিতে নারাজ নিরাপত্তা বাহিনী। পার্কের সবগুলো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চলছে তদন্ত। পথচারীদের কারো মোবাইলে দৃশ্যটি ধারণ করা হয়েছে কিনা- সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক ধারণা, বর্ণবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় চালানো হয়েছে হামলা। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।
টিবিজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply