Site icon Jamuna Television

সুশান্তের ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না: সালমান খান

সুশান্তের ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার না করে সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বলিউড সুপার হিরো সালমান খান। শনিবার রাতে এক টুইট বার্তায় এই আহ্বান জানান তিনি।

সালমন খান টুইটারে লেখেন, আমার সমস্ত ভক্তদের আর্জি সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ান। ওদের সম্পর্কে কোনও খারাপ ভাষা ব্যবহার করবেন না। বরং আবেগটা বোঝার চেষ্টা করুন। ওর পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ান। কারণ তারা তাদের ভালোবাসার ও কাছের মানুষকে হারিয়েছেন। যন্ত্রণাটা বুঝুন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণের অভিযোগ উঠে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান খানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় সুশান্তের ভক্তরা। ভক্তদের অভিযোগ, সালমানের কারণেই নাকি সুশান্ত বহু জায়গায় কাজ পাননি। এমনকি বিহারে সুশান্তের মৃত্যুর পর সালমানের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। ক্ষোভ প্রকাশ করেছেন জিয়া খানের মা, অভিনব কাশ্যপ সহ আরও অনেকেই।

টিবিজেড/

Exit mobile version