Site icon Jamuna Television

রাজধানীতে নকল মাস্কসহ ৫ জন গ্রেফতার

রাজধানীর নারিন্দার ভুতের গলি এলাকা থেকে নকল মাস্ক ও মাস্ক তৈরির উপকরণসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সিআইডির একটি দল মালামালসহ তাদের গ্রেফতার করে।

সিআইডি জানায়, সানরাইজ ব্যাগ কোম্পানি নামে একটি চক্র করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নকল মাস্ক তৈরি করে বাজারজাত করে আসছিল। অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস নকল মাস্ক জব্দ করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ টাকা। এছাড়া নকল মাস্ক তৈরির ১ হাজার কেজি কাপড় জব্দ করা হয়। যার বাজার মূল্য আড়াই লাখ টাকা।

পাশাপাশি গ্রেফতার করা হয় কোম্পানির মালিক খালিদ ইমরান, এম ডি রেহান ইউসুব, আব্দুল সোবহান, জিতু চন্দ্র দাস ও ওসমান গণীকে।

সিআইডি জানায়, অনেক দিন ধরে বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে গুরুত্বপূর্ণ দফতর ও প্রতিষ্ঠানে এসব নকল মাস্ক সরবরাহ করে আসছিল তারা। এ বিষয়ে ওয়ারী থানায় মামলা হয়েছে।

টিবিজেড/

Exit mobile version