Site icon Jamuna Television

ঢাবি সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ঢাকা পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও শারীরিক শিক্ষাকেন্দ্র মোট তিনটি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এর আগে সারা দেশে তিন দফায় ৪২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোট। আগামীকাল রোববার সব কেন্দ্রের ভোটগণনা শেষে ফল ঘোষণা করা হবে।

Exit mobile version