Site icon Jamuna Television

এবার রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যার প্ররোচণার মামলা

বিহারে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলা করা হয়েছে। মোজাফফরপুর এর পাতাহি এলাকার বাসিন্দা কুন্দন কুমার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমার এর কাছে এই মামলা করেন। আগামী ২৪ জুন এর শুনানি। খবর কলকাতা ২৪।

কুন্দন কুমার দাবি করেছেন, রিয়া সুশান্তকে মানসিক ও আর্থিক দিক থেকে ব্যবহার করছিলেন। কুন্দন কুমার এর আইনজীবী কমলেশ জানান, “আমার ক্লাইন্ট সুশান্ত সিং রাজপুত এর বিরাট বড় ভক্ত। ওর আত্মহত্যার খবর পাওয়া থেকে প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি। আইপিসি ৩০৬ (আত্মহত্যার প্ররোচনা) এবং আইপিসি ৪২০ (প্রতারণা) ধারায় মামলা করেছেন তিনি।

এরআগে বৃহস্পতিবার রিয়া চক্রবর্তীকে ১০ ঘণ্টা পুলিশি জেরার মুখে পড়তে হয়েছিল।

গত ১৪ জুন ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ।

টিবিজেড/

Exit mobile version