Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে অস্ত্রসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহআলম।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি শাহআলমকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে রাতে অভিযান চালিয়ে ১টি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ স্থানীয় বশিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত শাহ আলম স্থানীয় সাহাবুদ্দিন মাস্টারের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শাহআলমকে অস্ত্রসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে।

Exit mobile version