Site icon Jamuna Television

চীনের কমপক্ষে ৪০ জন সেনা নিহত হয়েছে: সাবেক ভারতীয় সেনা প্রধান

পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালীতে চীন-ভারত সংঘর্ষে কমপক্ষে ৪০ জন চীনা সৈনিক মারা গেছে বলে দাবি করেছেন ভারতের সাবেক সেনাপ্রধান ও বর্তমান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী ভি কে সিং। খবর হিন্দুস্তান টাইমস বাংলা’র।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘যদি আমাদের দিকে ২০ জন নিহত হয়ে থাকেন, তা হলে ওদের দিকে কমপক্ষে দ্বিগুন সংখ্যক মৃত্যু হয়েছে।’

তবে নিজের দাবির সপক্ষে কোনও যুক্তি, প্রমাণ বা তথ্য পেশ করেননি ভি কে সিং। তাঁর মতে, ১৯৬২ সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধ থেকে শুরু করে কখনই সংঘাতে চীনা সেনার মৃত্যুর কথা স্বীকার করেনি বেইজিং।

গত সোমবার লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হন এবং কমপক্ষে ৭৬ জন গুরুতর আহত হন।

Exit mobile version