Site icon Jamuna Television

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহ বেঞ্চ এই নির্দেশ দেন।

এর আগের হাইড্রোলিক হর্ন বন্ধে আইনজীবী মনজিল মোরশেদ একটি রিট দায়ের করেন। শুনানি শেষে উপরিউক্ত নির্দেশনা দেয়া হয়।

একই সঙ্গে হাইড্রোলিক হর্ন আমদানি নিষিদ্ধ ও রাজধানীর বাজারগুলোতে বিক্রির জন্য বিদ্যমান জব্দেরও নির্দেশ দেয়া হয়েছে।

হাইড্রোলিক হর্নের কারণে স্বাস্থ্যগত ঝুঁকির কথা মাথায় রেখে এই রিট দায়ের করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

বিশেষজ্ঞদের মতে, যে পরিমাণ শব্দ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়, তার চেয়ে দ্বিগুণমাত্রার শব্দের মধ্যে বাস করতে হয় ঢাকাবাসীকে। বর্তমানে ঢাকায় শব্দ দূষণের মাত্রা দাঁড়িয়েছে ১৩১ ডেসিবেল। এর প্রধানতম কারণ হচ্ছে বাস ও ট্রাকের হাউড্রোলিক হর্ন।

/কিউএস

Exit mobile version