Site icon Jamuna Television

রোহিঙ্গাদের জন্য আরও সাহায্য দরকার: বিশ্বব্যাংক

বাংলাদেশের দক্ষিণে রোহিঙ্গা সংকট দ্রুত বাড়ছে। মানবিক এ বিপর্যয় মোকাবেলায় আরও জরুরি সহায্যের প্রয়োজন রয়েছে বলে মনে করছে বৈশ্বিক দাতা সংস্থা ‍বিশ্ব ব্যাংক।

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প ঘুরে এসে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট আনেত ডিক্সন এ অভিমত ব্যক্ত করেন।

ডিক্সন বলেন, “অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা অনেক। যতদূর চোখ যায়, শুধু প্লাস্টিক ও বাঁশের তৈরি সারি সারি অস্থায়ী থাকার জায়গা দেখা যায়। অবকাঠামো ও সেবার পাশাপাশি বিপুল এ জনগোষ্ঠী স্থানীয় পানি সম্পদ ও পরিবেশের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। আসন্ন বর্ষ মৌসুমে রোগ-বালাই ও প্রাকৃতিক দুর্যোগ মোকবেলা করার চ্যালেঞ্জটাও বাড়বে।”

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়ষী প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশ মহানুভবতার পরিচয় দিয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা এ নিয়ে কাজ করছে।”

কিন্তু সংকট মোকাবেলায় আরও বেশি সাহায্যের প্রয়োজন বলে আনেত ডিক্সন অভিমত ব্যক্ত করেন।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version