Site icon Jamuna Television

মিথিলার পোস্ট রিটুইট করে তাহসানকে শুভেচ্ছা সৃজিতের

মিথিলার সাবেক স্বামী অভিনেতা ও গায়ক তাহসান খানকে শুভেচ্ছা জানিয়েছেন টালিউড নির্মাতা সৃজিত মুখার্জি। বাবা দিবস উপলক্ষে তাহসানকে এ শুভেচ্ছা জানান মিথিলার বর্তমান স্বামী সৃজিত।

শনিবার দিবাগত রাতে রাফিয়াথ রশীদ মিথিলা তার টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ফাদারস ডে আইরার আব্বু।’

রোববার সকালে মিথিলার টুইটটি শেয়ার করে তাহসানকে শুভেচ্ছা জানান সৃজিত।

ক্যাপশনে লেখেন, ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদেরকে এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’

মিথিলা-তাহসান দম্পতির মেয়ে আইরা। তাহসানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর থেকে আইরা সৃজিতের বাসায়ই থাকে। তাকে সন্তানের স্নেহে বড় করছেন সৃজিত।

মিথিলা-তাহসানের বিচ্ছেদ হয়ে গেলেও সৃজিত তাহসানের প্রশংসা করতে ভোলেন না। এর আগে বিভিন্ন প্রসঙ্গে তার প্রশংসা করেন সৃজিত।

Exit mobile version