Site icon Jamuna Television

জম্মু-কাশ্মির নিয়ে জরুরি বৈঠকে ওআইসি

ভারতের জম্মু-কাশ্মিরের পরিস্থিতি পর্যালোচনায় আজ জরুরি বৈঠক করবে মুসলিম দেশগুলোর জোট ওআইসি। ভিডিওকনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কসহ বিভিন্ন দেশ।

রোববারও, ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটির প্রধান শহর শ্রীনগরে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে ৩ জনের। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন কাশ্মিরি মুসলিমরা। বিক্ষোভ দমনে শ্রীনগরে মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন। চলতি বছর কাশ্মির উপত্যকায় ভারতীয় সেনা অভিযানে শতাধিক প্রাণহানি হয়েছে। করোনা লকডাউনের সুযোগে কাশ্মির সীমান্তে তৎপরতা বাড়ছে পাকিস্তানি অস্ত্রধারী অনুপ্রবেশকারীদের- এমন অভিযোগে উপত্যকা অঞ্চলটিতে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে নয়া দিল্লি।
এদিন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাদের গুলিতে প্রাণ গেছে এক কিশোরীর।

Exit mobile version