Site icon Jamuna Television

একসাথে দুই হাতে লিখতে পারতেন সুশান্ত (ভিডিও)

একসাথে দুই হাতে লিখতে পারতেন সুশান্ত

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন এক সপ্তাহ হয়েছে। প্রিয় তারকার মৃত্যুর খবরে ক্রমাগত আঘাত প্রাপ্ত হয়েছেন ভক্তরা। সুশান্তের মৃত্যুর পরে অনেক অজানা অদেখা ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরই মধ্যে সুশান্তের মৃত্যুর তদন্তে নেমে পুলিশ ১৫ জনের বয়ান রেকর্ড করেছে।

সুশান্ত মারা যাবার পর সামনে এসেছে তাকে নিয়ে বিভিন্ন তথ্য। এমনই এক ভিডিও’তে দেখা যায় সুশান্ত একসাথে দুই হাতে লিখতে পারেন। বলায় যায় হাসিখুশি, প্রাণোচ্ছল তারকার গুণের একটি এটিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও’তে দেখতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুত দু’হাতে একসঙ্গে দুটি কলম নিয়ে লিখছেন।

এই কাজটি যে কেউ করতে পারে না। খুব কম সংখ্যক মানুষের মাঝে এই গুন রয়েছে। অনেকের ধারণা, সুশান্তের এতো গুণ ছিল যে বলিউডে যে কারো সাথে টক্কর দিতে পারতেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী সুশান্ত সিং রাজপুত এই ভাবে চলে যাবেন তা ভাবা যায়নি কখনও।

https://twitter.com/ignoreandfly/status/1273886003640496128?s=20

Exit mobile version