রেডজোন এলাকার জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ তার।
সোমবার সকালে ব্রিফিং এ ওবায়দুল কাদের আরেও বলেন, সরকার জেলা পর্যায়ের হাসপাতালে আইসিইউসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনে উদ্যোগ নিয়েছে।
বিএনপিকে ত্রাণ কাজে বাধা দিচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, কোথায় কে বাধা দিচ্ছে তার প্রমাণ স্পষ্ট করুন, তথ্য প্রমাণ দিন, অভিযোগ সত্য হলে অবশ্যই ব্যবস্হা নেওয়া হবে। তিনি বলেন মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়।

