Site icon Jamuna Television

করোনায় মৃত ৩৮ জন সম্পর্কে যা জানানো হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৫০২ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, মৃত ৩৮ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ২১-৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন ও ৮১-৯০ বছরের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।

এছাড়া, হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৫ জন, বাড়িতে ১২ এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version