Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবীণ চিকিৎসক মুক্তিযোদ্ধা ডা. ললিত কুমার দত্ত। রোববার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেনারেল হাসাপাতালের চিকিৎসকরা জানান, সপ্তাহখানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সী এই চিকিৎসক বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় গত শুক্রবার তাকে নেয়া হয় জেনারেল হাসপাতালে। পরে নমুনা পরীক্ষায় পজেটিভ ফলাফল আসে তার। শ্বাসকষ্ট থাকায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল তাকে।

১৯৭১ সালে ভারতের গোকুল নগর ক্যাম্পে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন নাক, কান-গলা বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত।

Exit mobile version