Site icon Jamuna Television

বাংলাদেশ থেকে ভারতে ফেরা ৩১ জন করোনা আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ফেরা সে দেশের ২৫৮ জন নাগরিকের মধ্যে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত। নমুনার ফলাফল পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে এই তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে আটকে পড়া যাত্রীরা গত ১৮ ও ১৯ জুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যায়। তাদেরকে সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

এর আগে ১০৬ জন ভারতে যাওয়াদের মধ্যে ১০ জনের করোনা পাওয়া যায়। একইসাথে সেখানে দায়িত্বরত এক চিকিৎসক করোনায় আক্রান্ত হন। তবে ওই চিকিৎসক বর্তমানে সুস্থ আছেন।

Exit mobile version