Site icon Jamuna Television

বেসরকারি বীজ কোম্পানিগুলোকে কম মুনাফা অর্জনের আহ্বান কৃষিমন্ত্রীর

বেসরকারি বীজ কোম্পানিগুলোকে কম মুনাফা অর্জনের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ সোমবার সকালে নিজ বাসভবন থেকে অনলাইন সভায় এ আহ্বান জানান। তিনি বলেন, করোনা সংকটে বিশ্বের সাথে দেশের কৃষকেরাও বিরূপ পরিস্থিতির মুখোমুখি। এই সংকট মোকাবেলায় সরকার কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকিসহ নানা প্রণোদনা দিয়ে যাচ্ছে।

সভায়, কৃষকের ক্রয় ক্ষমতা ও আর্থিক সচ্ছলতা বিবেচনা করে হাইব্রিড ধান, ভুট্টা, সবজিসহ অন্যান্য বীজে কম মুনাফার আহ্বান জানান ড. আব্দুর রাজ্জাক।

Exit mobile version