সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আফরিন অঞ্চলে শনিবার দ্বিতীয় দিনের মতো সামরিক হামলা চালিয়েছে তুরস্ক। শুক্রবার আফরিনের সুগেদিগি এলাকায় ট্যাংক থেকে ৭০টিরও বেশি গোলা ছুঁড়ে এ হামলা শুরু করেছিল তুর্কি বাহিনী।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর বিরুদ্ধে শনিবারও আক্রমণ চালানো হয়েছে। ওয়াইপিজি’র হামলার পাল্টা জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।
সেনাবাহিনী দাবি করছে, সিরিয়ার উত্তরাংশে ওয়াইপিজি’র আত্নরক্ষামূলক ক্যাম্প এবং অবস্থান গোলা ছোড়া হচ্ছে।
তবে, সিরিয়া ও তুরস্ক সীমান্তে ঘটমান এ হামলা-পাল্টা হামলায় হতাহতের কোনো এখনও পাওয়া যায়নি।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান গত কয়েক দিন ধরে আফরিন অঞ্চল স্থল থেকে ওয়াইপিজি দলটিকে তাড়াতে স্থল অভিযান চালানোর কথা বলে আসছিলেন।
তুরস্কের দাবি, গত তিন দশক ধরে কুর্দিস্তান ওয়ার্কস পার্টি (পিকেকে) সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এবং পিকেকে-এর সিরিয় অংশের একটি শাখা ওয়াইপিজি।
যমুনা অনলাইন: এফএইচ

