Site icon Jamuna Television

স্বাস্থ্যঝুঁকি কমাতে অটোরিক্সার কাঠামো পরিবর্তন করলো সেনাবাহিনী

চার প্রকোষ্টবিশিষ্ট অটোরিক্সা

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে শহরে চলাচল করা অটোরিক্সার কাঠামো পরিবর্তন করা হয়েছে। আজ দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবর্তিত কাঠামোর চার প্রকোষ্টবিশিষ্ট অটোরিক্সার উদ্বোধন করা হয়।

মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আজ দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, লে. কর্নেল আতিফ সিদ্দিকী ও মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০টি চলমান অটোরিক্সার কাঠামো পরিবর্তন করে চার প্রকোষ্টবিশিষ্ট রিক্সায় রূপান্তরিত করা হয়েছে। এতে করে আটোরিক্সায় চলমান যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে। পর্যায়ক্রমে শহরের চলমান সকল অটোরিক্সাকে একইভাবে স্বাস্থ্যঝুঁকিমুক্ত করে একইভাবে রূপান্তরিত করা হবে বলেও জানায় সেনাবাহিনী।

Exit mobile version