Site icon Jamuna Television

যুগান্তরের প্রকাশক সালমা ইসলামের বড় ভাই আর নেই

দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির বড় ভাই এটিএম কামাল হোসেন আর নেই।

সোমবার ভোরে ঢাকার বাসাবোর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। এটিএম কামাল হোসেন বাংলাদেশ রেলওয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ইন্সট্রাক্টর।

সোমবার জোহর নামাজের পর জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এটিএম কামাল ১৯৪৭ সালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালপদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গ্রামে তার জানাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম, স্থানীয় মেম্বার আবু বাক্কার খানসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Exit mobile version