Site icon Jamuna Television

নোবেলজয়ী মালালা’কে নিয়ে চলচ্চিত্র ‘গুল মকাই’

বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে নিয়ে নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র। পাকিস্তানের অপরিচিত কিশোরী থেকে কীভাবে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হয়ে উঠলেন মালালা, সেই জীবনসংগ্রামের কাহিনীই উঠে আসবে চলচ্চিত্রতে ।

মজার বিষয় হচ্ছে ‘গুল মকাই’ নামের চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বলিউডে, নির্মাণ করছেন পরিচালক আমজাদ খান। । টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে, সিনেমাটিতে অভিনয় করছেন রিমা শেখ, দিব্যা দত্ত, মুকেশ ঋষি, অভিমন্যু সিং এবং আজাজ খান।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version