Site icon Jamuna Television

বুকের এক্সরে করাতে সিএমএইচে মাশরাফী

বুকের এক্সরে করাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন করোনা আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার সন্ধ্যায় বুকের এক্সরে করাতে সেখানে যান তিনি। জানা গেছে, মাশরাফীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। শ্বাসকষ্টের সমস্যা থাকায় সাবধানতা অবলম্বন করতেই চিকিৎসকদের পরামর্শে এক্সরে করাতে গিয়েছেন তিনি। পরীক্ষা শেষে তার আবার মিরপুরের বাসায় ফেরার কথা তার।

এর আগে, মাশরাফীর হাসপাতালে যাওয়া-না যাওয়া নিয়ে দিনভর নানা গুঞ্জন ছিল। উদ্বিগ্ন ছিল সমর্থকরা। বিভ্রান্তি দূর করতে এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আবেগ ও নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য। তিনি লেখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

উল্লেখ্য, গত ২০ জুন করোনা পজেটিভের রিপোর্ট পান মাশরাফী। তার আগে, ঢাকা শিশু হাসপাতালে নমুনা দিয়েছিলেন তিনি। এরপর থেকে মিরপুরের বাসায় আইসোলেশনে আছেন তিনি।

Exit mobile version