Site icon Jamuna Television

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে হত্যা মামলার আসামি গ্রেফতার।

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি মো. রুবেলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মো. রুবেল পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। রোববার দিবাগত রাত পৌনে দশটার সময় তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরিফ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই একদল সন্ত্রাসী অবৈধ কার্যক্রম পরিচালনা করার জন্য পাচুরিয়া বাজারের পাশে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচুরিয়া বাজারের পাশে গ্রামীণ ফোনের টাওয়ারের সামনে থেকে সন্ত্রাসী মো. রুবেলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে তার শয়ন কক্ষ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘গ্রেফতারকৃত রুবেলের নামে একটি হত্যা মামলা ও একটি দ্রুত বিচার আইনে মামলা আছে। এছাড়া অস্ত্রসহ গ্রেফতার হওয়ায় রাজবাড়ী থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’

ইউএইস/

Exit mobile version