Site icon Jamuna Television

করোনায় মারা গেছেন আরও এক পুলিশ

করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন পুলিশের আরও এক সদস্য। নিহত পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. রফিকুল ইসলাম (৫৬)। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সোমবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন তিনি।

রফিকুল ইসলাম ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Exit mobile version