Site icon Jamuna Television

ক্ষমতাগ্রহণের প্রথম বর্ষপূর্তিতে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের প্রথম বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার, ওয়াশিংটন, নিউইয়র্কসহ বিভিন্ন শহরে ‘পাওয়ার টু দ্য পোলস’ শিরোনামে আয়োজিত নারীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন লাখো মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধীতায়, মার্কিন রাজনীতিতে আরও বড় পরিসরে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিতের প্রত্যয় জানান বিক্ষোভকারীরা। এই কর্মসূচিকে দেশটির রাজনীতিতে ‘নতুন যুগের সূচনা’ হিসেবে দেখছেন আয়োজকরা। স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনীতিতে মার্কিন নারীদের সক্রিয়তা বাড়াতে এ উদ্যোগ বলে জানান তারা।

এদিকে, যুক্তরাষ্ট্রে নারীদের ওপর যৌন হয়রানি ও সহিংসতার প্রতিবাদে ইতালি ও জর্ডানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে হাজারও মানুষ।

যমুনা অনলাইন: এএস/

 

Exit mobile version