Site icon Jamuna Television

এবার হজ শুধু সৌদিতে বসবাসকারীদের জন্য

চলতি বছর হজে যেতে পারছেন না বাংলাদেশিরা। করোনাভাইরাসের কারণে শুধু সৌদি আরবে বসবাসকারীরাই স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন।

স্থানীয় সময় সোমবার সৌদি সরকার এই সিদ্ধান্তের কথা জানায়। নিশ্চিত করেছেন হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

সৌদি গণমাধ্যম জানায়, সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে ২০২০ সালের হজ। স্থানীয়রা অংশ নিতে পারবেন এতে। সৌদি আরবে বসবাসরত অন্যদেশের নাগরিকরাও অংশ নিতে পারবেন। এর আগে ওমরাহ হজ স্থগিত করে সৌদি সরকার। দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ গেছে ১ হাজার ৩০৭ জনের।

Exit mobile version