Site icon Jamuna Television

মাইনাস ২০ ডিগ্রি নিচে ২০ বছর বাঁচতে পারে করোনাভাইরাস!‌

করোনাভাইরাস মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এমনটাই জানালেন চীনের কোভিড ১৯ বিশেষজ্ঞ দলের সদস্য লি লিনজুয়ান। খবর ডেইলি মেইল।

বিশেষজ্ঞ দল জানায়, ঠাণ্ডায় করোনাভাইরাসের কোনও ক্ষতি হয় না। তবে তারা বেঁচে থাকতে পারে। হিমাঙ্কের চার ডিগ্রি সেলসিয়াস নিচে কয়েকমাস, হিমাঙ্কের ২০ ডিগ্রি নিচে সেটি বাঁচতে পারে প্রায় ২০ বছর।

সেই কারণে সংরক্ষিত মাংস বা অন্য কিছু থেকে করোনাভাইরাস ছড়াতে পারে যে কোনও সময়, আশঙ্কা এই বিশেষজ্ঞ দলের।

লি লিনজুয়ান বলেন, অনেক সময়েই বাজারে, জমাট বাঁধা সি ফুড, বরফে রাখা মাছ মাংস থেকে ভাইরাস সংক্রমিত হয়েছে এমন অভিযোগ এসেছে। তার কারণ একটিই, দীর্ঘসময় অতিরিক্ত ঠাণ্ডার কারণে করোনাভাইরাসের আয়ু বেশ কিছুটা বেড়ে গিয়েছে।

Exit mobile version