Site icon Jamuna Television

এবার সংক্রামক বর্জ্য আলাদা রাখতে নির্দেশনা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার ঢাকা উত্তর সিটির বাসিন্দাদের সংক্রামক বর্জ্য আলাদা রাখার আহ্বান জানিয়েছেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমডোর এম সাইদুর রহমান। মঙ্গলবার উত্তর সিটির বাসিন্দাদের কাছে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠানো হয়।

মাস্ক, হ্যান্ড গ্লাভস, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বেড়ে গেছে। আর ব্যবহারের পর এগুলো ফেলা হচ্ছে গৃহস্থালীর সাধারণ বর্জ্যের মধ্যে। এতে বর্জ্য সংগ্রহকারী থেকে শুরু করে অন্যান্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা যেমন সৃষ্টি হয়েছে, তেমনি তা পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। মূলত এ আশঙ্কা থেকেই এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান এম সাইদুর রহমান।

সাইদুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সংক্রামক ভাইরাস থেকে রক্ষার জন্য ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস ও পিপিই সমূহ বাসার সাধারণ বর্জ্যের সাথে না রেখে আলাদাভাবে একটি ব্যাগে ভরে রাখতে হবে। সিটি করপোরেশনের অনুমোদিত ভ্যান সার্ভিসের পরিচ্ছন্ন কর্মীরা আলাদা ব্যাগে রক্ষিত বর্জ্য সংগ্রহ করবে এবং উপযুক্তভাবে ওইসব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

তিনি জানান, প্রতি শনি ও মঙ্গলবার এগুলো সংগ্রহ করে ডাম্পিং করা হবে।

Exit mobile version