Site icon Jamuna Television

করোনাভাইরাসে নতুন উপসর্গ, চর্মরোগ ও ডায়ারিয়া

করোনাভাইরাসে নতুন উপসর্গ দেখা দিয়েছে চর্মরোগ ও ডায়ারিয়া। এই দুই উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার পর অনেকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এমনটাই জানালেন ভারতের চিকিৎসকরা।

এ ছাড়া পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি ও ঘা রয়েছে এমন রোগীর টেস্ট করার পর করোনা ধরা পড়ছে।

ইন্ডিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক ডার্মাটোলজির সভাপতি সন্দীপন ধর বলেন, করোনায় আক্রান্ত রোগীরদের নতুন উপসর্গ পাচ্ছেন তারা। পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি ও ঘা হতে পারে। এ ছাড়া ত্বকের বিভিন্ন জায়গায় ছোট ছোট মশার কামড়ের মতো র‍্যাশও দেখা দিতে পারে।

ইতালি ও চীনের হুবেইয়ের হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্তদের ২০ শতাংশের শরীরে এমন র‍্যাশ দেখা গিয়েছিল।

এই ভাইরাসে আক্রান্ত হলে পায়ের বুড়ো আঙুলে এক বিশেষ ধরনের ঘা হয়। একমাত্র করোনা হলেই এই নির্দিষ্ট সমস্যা দেখা যায়। বিশ্বের করোনা আক্রান্ত বিভিন্ন রোগীর মধ্যে ত্বকের নানা সমস্যা দেখা যাচ্ছে।

Exit mobile version