Site icon Jamuna Television

মায়ের পরকীয়ায় বাধা দেয়ায় ধর্ষণের শিকার মেয়ে!

মায়ের পরকীয়া করার ছবি মোবাইলে ধারণ করে বাবাকে দেখায় মেয়ে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েকে উচিত শিক্ষা দিতে নিজের প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষণ করালেন মা। এ ঘটনা ভারতের উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকভেড়ির। খবর হিন্দুস্তানটাইমস’র।

জানা যায়, অভিযুক্ত নারীর স্বামী কলকাতায় থাকেন। এই সময়ে ওই নারীর সাথে স্থানীয় যুবকের সম্পর্ক তৈরি হয়। মাঝে মাঝেই ওই নারীর বাসায় যুবক আসতো। তারা ঘনিষ্ঠতাতেও লিপ্ত হন। সেই ছবি মোবাইলে তুলে বাবাকে দেখায় মেয়ে। এতেই মায়ের রাগ গিয়ে পড়ে মেয়ের ওপর। শেষে প্রেমিককে দিয়ে মেয়েকে ধর্ষণ করান মা। এ কথা প্রকাশ না করতে মেয়েকে দেন হুমকিও। কিন্তু মেয়ে এই ঘটনার কথাও বাবাকে জানায়। পুলিশকে জানালে এঘটনায় অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়।

টিবিজেড/

Exit mobile version