Site icon Jamuna Television

করোনার কারণে নিউ‌জিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত

করোনার কারণে আগস্ট-সে‌প্টেম্বরে নিউ‌জিল্যান্ড ক্রি‌কেট দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো নিউজিল্যান্ডের। কখন এই খেলা অনুষ্ঠিত হবে তা পরে জানানো হবে।

বিসিবি সিইও নিজাম উদ্দিন বলেন, ‘করোনাভাইরাস মহামারির বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ আয়োজনের জন্য সাবির্ক প্রস্তুতি, খেলোয়াড়দের অনুশীলনে ফেরা সবকিছুই বড় চ্যালেঞ্জ। এমন অবস্থায় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং বাদবাকি স্টেক হোল্ডার কারোরই স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না। আর তাই বিসিবি এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই পরিস্থিতিতে এই সিরিজ আপাত পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে। বিসিবি এখনো সেই সিরিজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

টিবিজেড/

Exit mobile version