Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে অসচ্ছল সংস্কৃতিসেবীদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে জেলার ৫০ জন শিল্পীদের প্রত্যেককে এককালীন ৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

অনুদানের চেক প্রদান করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন এমপি বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সংস্কৃতিসেবীদেরও পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রথম ধাপে জেলায় ৫০ জন সংস্কৃতিসেবীদের প্রত্যেককে এককালীন ৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হলো। দ্বিতীয় ধাপে আরও ৫০ জন সংস্কৃতিসেবীকে এই অনুদান প্রদান করা হবে।

এর আগে শিল্পকলা একাডেমির মাধ্যমে শিল্পীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

Exit mobile version