Site icon Jamuna Television

সীমিত পরিসরে হলো গাজীপুরে প্রাচীন ঐতিহ্যের রথযাত্রা

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গাজীপুরে প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা হয়েছে।

আজ সকালে শহরের রাজবাড়ী মাধব মন্দিরের সামনে রথটানের মধ্য দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। এ সময় পুণ্যার্থীরা উলুধ্বনিতে মর্ত্যলোকে আশা দেবতার আরাধনা করেন।

এর আগে ভ্যানে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুড় বাড়ি যান। ভাওয়াল রাজাদের ২’শ বছরের এই ঐতিহ্য উপলক্ষে অন্যান্য বছর মেলা বসলেও এবারেই প্রথম নেই কোনো আয়োজন।

Exit mobile version