Site icon Jamuna Television

আওয়ামী লীগ নেতা আমিন করোনা আক্রান্ত

আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বিকালে তার করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম আমিন যমুনা নিউজকে বলেন, আমার শারীরিক অবস্থা ভালো। শুধু হালকা গলাব্যথা আছে। এছাড়া, কোনো ধরনের উপসর্গ নেই।

তিনি বলেন, এছাড়া করোনাভাইরাসের অন্য কোনো উপসর্গ নেই। এখনও সুস্থ আছি। পরীক্ষার ফল আসার পর থেকে বাসায় আইসোলেশনে আছি। পরে পরীক্ষার জন্য স্ত্রী ও দুই মেয়ের নমুনা দেওয়া হয়েছে বলেও জানান আমিন।

সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চট্রগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলায় কয়েক দফা ত্রাণসামগ্রী বিতরণ করেন আমিনুল ইসলাম আমিন।

Exit mobile version