Site icon Jamuna Television

এবার করোনায় আক্রান্ত নোভাক জোকোভিচ

ছবি: সংগৃহীত

এবার করোনায় আক্রান্ত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনি নিজেই করোনা আক্রান্তের খবর জানিয়েছেন।

যখন গ্রিগর দিমিত্রভ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তখন সবাই নোভাক জোকোভিচকেই এর জন্য দায়ী করেছিল। এবার সেই জোকোভিচ নিজেও আক্রান্ত হলেন।

জোকোভিচের আগে আরও তিনজন টেনিস তারকা করোনায় আক্রান্ত হন। তারা হলেন গ্রিগর দিমিত্রভ, বোরনা কোরিক এবং ভিক্টর ত্রিয়স্কি।

উল্লেখ্য, এটিপি-ডব্লিউটিএ এবং গ্র্যান্ড স্লাম শুরুর আগে ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেন জোকোভিচ। করোনা মহামারির মধ্যেও সেখানে সামাজিক দূরত্বের তোয়াক্কা করা হয়নি। গ্যালারি ভর্তি দর্শক নিয়েই কোর্টে নেমেছেন খেলোয়াড়রা। এমনকি ম্যাচ শেষে করমর্দনও করেছেন তারা।

ইউএইস/

Exit mobile version