Site icon Jamuna Television

পাকিস্তানের আরও ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

কিছুদিন পরেই ইংল্যান্ডে যাবার কথা পাকিস্তান ক্রিকেট দলের। ২৪ সদস্যের এই দল যুক্তরাজ্য সফরে যাবার আগে ঘরের মাঠে অনুশীলনের জন্য যোগ দেয়ার কথা চলতি সপ্তাহে।

তবে তার আগে খেলোয়ারদের দুই দফা করোনা পরীক্ষা করার নির্দেশ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমে নিজ নিজ শহরে, এরপর লাহোরে অনুশীলন ক্যাম্পে।

প্রথম দফায় গতকাল করোনা টেস্টে তিন ক্রিকেটারের পজেটিভ আসে। তারা হচ্ছেন শাদাব খান, হায়দার আলী ও হারিস রৌফ।

আজ বুধবার করোনা শনাক্ত হয়েছেন আরও ৭ ক্রিকেটারের। তারা হলেন, ফখর জামান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, ওহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন ও ইমরান খান।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম জানিয়েছে, আমরা কোভিড-১৯ আক্রান্ত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছি। তাদেরকে পরামর্শ দেয়া হয়েছে এই সময়ে তারা কীভাবে থাকবে। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছে।

ইউএইস/

Exit mobile version