Site icon Jamuna Television

স্বজনপ্রীতির কাঁটায় রক্তাক্ত হয়েছিলেন সুস্মিতা সেন!

সুস্মিতা সেন। ছবি: সংগৃহীত

বিশ্বসুন্দরীর মুকুট যার মাথায় উঠেছিল তাকেও নাকি স্বজনপোষণের ধাক্কায় রক্তাক্ত হতে হয়েছিল! এমন অবিশ্বাস্য ঘটনার কথা জানিয়েছেন সুস্মিতা সেন। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, দীর্ঘ দিন পরে ‘আর্যা’ ওয়েব সিরিজ দিয়ে ফের অভিনয় দুনিয়ায় পা রেখেছেন বড়পর্দার সেনসেশন সুস্মিতা সেন। তার পরেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে ঘিরে স্বজনপোষণ বিতর্কে এই প্রথম মুখ খুললেন তিনি।

বিশ্বজয় করার পর বলিউড জয় করার ছবিটা কেমন ছিল সুস্মিতা সেনের? ‘আর্যা’ দেখে এক ভক্ত প্রশ্ন করেছিলেন অভিনেত্রীকে। টুইটে সুস্মিতার দাবি, ‘তোমরা… দর্শকেরা আমার সহ্যশক্তি ছিলে। সবার মুখ দেখে লড়াইয়ের শক্তি পেয়েছি। আর এতগুলো বছর ধরে অভিনয়ে রয়ে গিয়েছি।’

স্বজনপোষণের প্রেক্ষিত থেকে দেখলে, সুশান্ত সিংহ রাজপুতের মতো সুস্মিতা সেনও বলিপাড়ায় ‘আউটসাইডার’। তিনিও অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি আস্থা রেখেছেন দর্শকদের উপর।

তিনিও বিশ্বাস করেন, স্বজনপোষণ তারকা বানিয়ে দিতে পারে, অভিনেতা নয়। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অভিনয় জানতেই হবে। সেই বিশ্বাসে ভর করে তিনি সুশান্তের মতোই দর্শককে তার ঢাল বানিয়েছেন।

সুস্মিতার কথায়, দর্শকদের চাওয়াতেই ওয়েব সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন।

Exit mobile version