Site icon Jamuna Television

একদিনের ব্যবধানে ফের রেকর্ড মৃত্যু দেখলো ভারত

একদিনের ব্যবধানে ফের করোনাভাইরাসে রেকর্ড মৃত্যু দেখলো ভারত। মঙ্গলবার কমপক্ষে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে; ২৪ ঘণ্টার হিসেবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি সাড়ে ১৪ হাজার ছুঁয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬শ’র বেশি।

এখন পর্যন্ত দেশটিতে ৭১ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে।

এদিন, রাজ্যভিত্তিক সংক্রমণে রেকর্ড ছুঁয়েছে দিল্লি। যদিও আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। বর্তমানে প্রতি সপ্তাহে ভারতে শনাক্ত হচ্ছেন এক লাখের বেশি নতুন করোনা রোগী। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন আড়াই লাখের বেশি মানুষ।

Exit mobile version