Site icon Jamuna Television

বিলবাওয়ের বিপক্ষে জয়ে আবারও শীর্ষে বার্সা

ইভার রাকিটিচের একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে আবারও লা লিগার শীর্ষে কাতালান জায়ান্টরা।

৩৩ তম জন্মদিনে ক্যারিয়ারের ৭০০ গোলে মাইলফলক থেকে এক গোল দূরে থেকে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ম্যাচের শুরু থেকেই মেসি, সুয়ারেজদের বিপক্ষে দৃঢ় ছিলো বিলবাওয়ের রক্ষণ। সবসময়ের মত বল পজিশনে দাপুটে ছিলো বার্সেলোনা। আক্রমণের একাধিক সুযোগ বার্সার স্ট্রাইকাররা হাতছাড়া করায় গোলশূন্য থাকে প্রথমার্ধ।

সুযোগ হাতছাড়া করে কাউন্টার অ্যাটাক কৌশলে মাঠে নামা বিলবাও। অবশেষে ৭১ মিনিটে ভাঙ্গে ডেডলক। মেসির অ্যাসিস্টে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন বদলি মিডফিল্ডার ইভান রাকিটিচ।

Exit mobile version