Site icon Jamuna Television

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে টটেনহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে টটেনহ্যাম হটসপার। ২-০ গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়েছে মারিনিয়োর দল।

ঘরের মাঠে দাপুটে টটেহ্যাম প্রথমবার ওয়েস্টহ্যামের জালে বল জড়ায় ৪৫ মিনিটে। কিন্তু রেফরির চোখ এড়ালেও ভিএআরে আফসাইডের ফাঁদে কাটা পড়ে সন হিয়ুন মিনের গোল। ৬৪ মিনিটে প্রথম লিড পায় স্পার্সরা। টটেনহ্যামের কর্নার কিক রুখতে গিয়ে ওয়েস্টহ্যাম ডিফেন্ডার সুচেক আত্মঘাতি গোল করে বসলে।

২ মিনিটে ইংলিশ ক্লাবটির হয়ে ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক হ্যারি কেইন। এই জয়ের পরও লিগ টেবিলের ৭ নম্বরে টটেনহ্যাম।

Exit mobile version