Site icon Jamuna Television

বাগেরহাটে করোনায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

বাঘের চামড়াসহ এক চোরা শিকারি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উপেন্দ্রনাথ পাল (৭৫) করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা স্বাস্থ্যবিধি মেনে তাকে দুপুরে সৎকার করা হয়েছে।

জানা যায়, দুই সপ্তাহ আগে করোনা উপসর্গ দেখা দিলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ ডাক্তার উপেন্দ্রনাথ পালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ সময় নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বাগেরহাট জেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের করোনা শনাক্তের মধ্যদিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৯ জনে।

Exit mobile version