Site icon Jamuna Television

আদালত নিয়মিত শুরু করতে এবার আইনজীবীদের মানববন্ধন

করোনাকালীন সময়ে বিচারপ্রার্থী জনগণ ও আইনজীবীদের স্বার্থে অবিলম্বে দেশের সব আদালতে নিয়মিত কোর্ট শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোমতাজউদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের সারাধণ আইনজীবীরা মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তরা জানান, দীর্ঘদিন কোর্ট বন্ধ থাকায় বিচার প্রার্থীরা যেমন হয়রানির শিকার হচ্ছেন; তেমনি আইনজীবীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই বাসা ও চেম্বারের ভাড়া না দিতে পেরে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করা হয় মানববন্ধনে।

তাই সবার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে আদালত চালু করার দাবি জানায় আইনজীবী পরিষদ।

Exit mobile version