Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে চিকিৎসার টাকার অভাবে এক নারীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বাসন্তী রাণী (৫৫) নামে এক নারী। মঙ্গলবার রাতে সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই নারী।

নিহত বাসন্তী রাণী একই গ্রামের মৃত চেচারু বর্মনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন।

বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম। নিহত নারীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, বাসন্তী রাণী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও গত কয়েক দিন ধরে বমি, ডায়রিয়া ও জ্বর নিয়ে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি।

বাসন্তী রাণীর ছেলে হেমন্ত রায় ঝালমুড়ি বিক্রি করে তাদের পরিবারের খরচ চালাতো। কিন্তু করোনারভাইরাসের কারণে প্রায় দীর্ঘ ৩ মাস থেকে তা বন্ধ রাখায় তার আয় ইনকামও বন্ধ ছিলো। তাই অর্থের অভাবে ছেলে হেমন্ত মায়ের উন্নত চিকিৎসা করতে পারেনি। স্থানীয় ডাক্তার দিয়ে তার মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো হেমন্ত।

কিন্তু তাতেও তেমন কোন সুফল না পাওয়ার কারণেই হয়তো বাসন্তী রাণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এবিষয়ে সদর থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version