Site icon Jamuna Television

করোনার কারণে সহজ হলো মানি চেঞ্জারের লাইসেন্স নবায়ন

করোনাভাইরাসের কারণে সহজ করা হয়েছে মানি চেঞ্জারে লাইসেন্স নবায়ন। চলতি বছর কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও নবায়নের জন্য আবেদন করতে পারবে। মঙ্গলবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংকটি।

বিদ্যমান নিয়মে মানি চেঞ্জারগুলোকে প্রতিবছর বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নবায়ন করতে হয়। ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত মানি চেঞ্জারে বছরে ৫ লাখ এবং অন্যান্য জেলায় অবস্থিত প্রতিষ্ঠানের বছরে সাড়ে তিন লাখ টাকা আয় না থাকলে সে আবেদনে যোগ্য ছিল না। করোনাভাইরাসের এ সময়ে ব্যবসা না থাকায় এ ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ৬০২টি মানি চেঞ্জারের লাইসেন্স দিয়েছে। বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়া, শর্ত পরিপালন করতে না পারা, যথাসময়ে লাইসেন্স নবায়ন না করাসহ নানা কারণে ৩৬৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। বর্তমানে অনুমোদিত রয়েছে ২৩৪টি প্রতিষ্ঠান।

Exit mobile version