Site icon Jamuna Television

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ২৯ পুলিশ পরিদর্শক

বিভিন্ন জেলার ২৯ পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। এদের মধ্যে ২৪ পরিদর্শক (নিরস্ত্র) ও ৫ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে কর্মরত।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১-এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

পরিদর্শক (নিরস্ত্র) পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হওয়া কর্মকর্তারা হলেন- রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের মিজানুর রহমান, পুলিশ সুপারের কার্যালয়ের তোবারক আলী সরকার, এবিএম রেজাউল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের আজম খান, ঢাকা পুলিশ অধিদফতরের দেলোয়ার আহম্মদ, ঢাকা পিবিআইয়ের রুপক কুমার সাহা, একই বিভাগের দেওয়ান আবুল হোসেন, এটিএম মনিরুজ্জামান, ঢাকা অ্যান্টিটেররিজম ইউনিটের সুকুমার হোমন্ত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওমর ফারুক, ঢাকা এসবির একেএম খালেকুজ্জামান, চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের আবু জাফর, খুলনা মেট্রোপলিটন পুলিশের নাসিম খান, এসএম নাফিউর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উজ্জল কুমার দে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফজলুল করিম সেলিম, সাইফুল আলম চৌধুরী, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের এনামুল হক, টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের আবদুস সালাম মিয়া, ঢাকা অপরাধ বিভাগের (সিআইডির) শেখ মাসুদ করিম, একই বিভাগের আতিক আহম্মেদ চৌধুরী, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের একেএম শাহীন মণ্ডল, ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিজানুর রহমান ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সৈয়দ শহীদ আলম।

শহর ও যানবাহন বিভাগ থেকে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হওয়া কর্মকর্তারা হলেন- ট্রাফিক ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) পুলিশ পরিদর্শক মো. মুরাদ খান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পুলিশ পরিদর্শক মো. হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলার পুলিশ পরিদর্শক মো. মমতাজ উদ্দিন, ফরিদপুর জেলার পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন ও ডিএমপি পুলিশ পরিদর্শক মো. মারুফ উল হাসান।

Exit mobile version