Site icon Jamuna Television

আজই শিরোপা নিশ্চিত হতে পারে লিভারপুলের

৩০ বছর পর লিগ শিরোপার দ্বারপ্রান্তে লিভারপুল। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে এদিন তারা হারিয়েছে ৪-০ গোলে। দিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন আর উলভারহ্যাম্পটন।

এদিকে, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ ম্যান সিটি হলেও আজই শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে লিভারপুলের। ব্লুজের বিপক্ষে সিটিজেনরা পয়েন্ট হারালেই ৭ ম্যাচ হাতে রেখে লিগ চ্যাম্পিয়ন হবে অলরেডরা। লিগ ম্যাচে চেলসির মাঠ থেকে সিটি সবশেষ জয় পেয়েছিলো ২০১৭ সালে। শিরোপা হাতছাড়া নিশ্চিত হলেও, সালাহ-মানেদের উদযাপনে বিলম্ব আনতে আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে পেপ গার্দিওলার শিষ্যরা।

এর আগে, করোনা বিরতির পর পুনোরায় শুরু হওয়া লিগে হোচট খায় অলরেডরা। এভারটনের বিপক্ষে ড্র না করলে গতরাতেই শিরোপা উদযাপন করতে পারতো ইয়োর্গান ক্লপ শিষ্যরা। ২৩ মিনিটে অ্যালেক্সান্ডার আর্নল্ডের গোলে লিড নেয় তারা। ৪৪ মিনিটে মোহাম্মদ সালাহ’র দারুন ফিনিশিং-এ ২-০’র লিড নিয়ে বিরতিতে যায় অলরেডরা। বিরতিতে পরও নিজেদের আক্রমনের ধার অব্যাহত রাখে লিভারপুল। ৫৫ মিনিটে ফাবিয়ানহো আর ৬৯ মিনিটে সাদিও মানের গোলে ৪-০ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। অবশ্য আজ ম্যানসিটি চেলসির মাঠে পয়েন্ট হারালেই ৩০ বছরের আক্ষেপ ঘুচবে লিভারপুলের।

Exit mobile version