Site icon Jamuna Television

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছুঁইছুঁই

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছুঁইছুঁই

ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছুঁইছুঁই। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের দিকে ছুটেছে। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতিমধ্যে ২ লাখ ৭২ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তে আবারও রেকর্ড গড়লো ভারত। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ১৬ হাজার ৮৭০ জন। দেশটিতে সাড়ে ৭৩ লাখ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ৪ লাখ ৭৩ হাজারের মতো মানুষ।

এদিকে বৈশ্বিক সংক্রমণের তালিকার চতুর্থ অবস্থানে ভারত। ৪২৪ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১৫ হাজার ছুঁইছুঁই। মৃত্যু আর সংক্রমণে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র।

তবে নতুনভাবে পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ আর মৃত্যু। বিস্তাররোধে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বৃদ্ধি করলো মমতা ব্যানার্জি সরকার। এদিকে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জুলাই থেকেই মুখোমুখি পাঠদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে, আই আই টি বোম্বে।

Exit mobile version