Site icon Jamuna Television

খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল কান্তাস এয়ারওয়েজ

মহামারির কারণে সৃষ্ট অর্থমন্দা কাটাতে এবার ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলো অস্ট্রেলীয় বিমান পরিবহন সংস্থা- কান্তাস। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

এছাড়া, ছাঁটাইয়ের এই খসড়া তালিকায় বিভিন্ন দেশে কর্মরত আরও ১৫ হাজার কর্মী রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় তাদের উপরও নেমে আসতে পারে এই খড়গ। এরফলে প্রতিষ্ঠানটির প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই হতে যাচ্ছেন।

করোনার প্রকোপ আর লকডাউনের কারণে বিশ্বব্যাপী অচল বিমান পরিবহন সেবা। মার্চেই প্রায় ৮০ ভাগ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় কান্তাস এয়ারওয়েজ। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে কমপক্ষে ১৯০ কোটি অস্ট্রেলীয় ডলার খরচ কমানোর লক্ষ্য প্রতিষ্ঠানটির। একবছরের বেশি সময় হ্যাঙ্গারেই থাকছে কান্তাসের অন্তত ১০০টি বিমান।

Exit mobile version